অর্জুন চক্রবর্তী

ভারতীয় অভিনেতা

অর্জুন চক্রবর্তী[১] (জন্ম ৫ মার্চ ১৯৯০) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। ২০১০ সালের ২৮ জুন থেকে ২০১১ সালের ১লা এপ্রিল স্টার জলসায় প্রচারিত বাংলা মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারেতে গোরার চরিত্রে অভিনয় করার জন্য এবং ড্রামা-রোম্যান্স-কমেডি টিভি সিরিজ জামাই রাজাতে (২০১৭-২০১৮) তিনি ঈশান চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করার জন্য বেশ পরিচিতি লাভ করেছেন।[২][৩] তিনি এমন এক পরিবারের সন্তান যারা বাঙালি সাংস্কৃতিক অঙ্গনের সাথে বংশ ক্রমে জড়িত, তিনি জোছন দস্তিদার এবং চন্দ্রা দস্তিদার (তাঁর পিতামহ বড় জেঠু এবং জেঠিমা), বিজন ভট্টাচার্য (তাঁর পিতামহ বড় জেঠু), জগদীশ চন্দ্র চক্রবর্তী এবং মনিকা চক্রবর্তী (তাঁর ঠাকুরদা এবং ঠাকুমা) এবং তাঁর বাবা সব্যসাচী চক্রবর্তী এবং মা মিঠু চক্রবর্তী। তিনি ২০১২ সালে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর বাপি বাড়ি যা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

অর্জুন চক্রবর্তী
অর্জুন চক্রবর্তী
জন্ম (1990-03-05) ৫ মার্চ ১৯৯০ (বয়স ৩৪)
অন্যান্য নামঋষি
মাতৃশিক্ষায়তনঅ্যাসেম্বলি অফ গড চাৰ্চ স্কুল, পার্ক স্ট্রিট
সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১০ - বর্তমান
উচ্চতা১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীশ্রীজা সেন (১০ মার্চ ২০১৬-বর্তমান)
সন্তানঅবন্তিকা
পিতা-মাতা
আত্মীয়গৌরব চক্রবর্তী (দাদা)
রিধিমা ঘোষ (বৌদি)

শিক্ষা

অর্জুন তার শিক্ষাজীবন শুরু করেন অ্যাসেম্বলি অফ গড চাৰ্চ স্কুল, পার্ক স্ট্রিট এ ভর্তির মাধ্যমে। তিনি সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা থেকে মাস কমিউনিকেশন ও ভিডিওগ্ৰাফি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন

অর্জুন ১৯৯০ সালের ৫ই মার্চ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্রহণ করেন।[৪] তার বেড়ে ওঠা কলকাতায়। তার ভাই হলেন অভিনেতা গৌরব চক্রবর্তী। দীর্ঘদিন যাবৎ তার শ্রীজা সেনের সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক ছিল, তিনি তার স্কুল বন্ধু ছিলেন। তিনি ১০ মার্চ ২০১৬ সালে শ্রীজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৫] কিন্তু তাদের বাগদান সম্পন্ন হয় ৬ই জুন ২০১৭ সালে। তার একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম অবন্তিকা।[৬]

কর্মজীবন

অর্জুন ২০১০ সালে স্টার জলসার মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারের[৭] মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। সেখানে তিনি গোরার ভূমিকায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন। ২০১২ সালে তিনি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১৭ সালে জি বাংলার ড্রামা-রোম্যান্স-কমেডি টিভি সিরিজ জামাই রাজাতে [৮] অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসেন। সেখানে তিনি ঈশান চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও তিনি ২০০০ সালে ডিডি বাংলার সত্যজিতের প্রিয় গল্প (টলিউডে তাড়িনীখুড়ো) টেলিফিল্মে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন।

চলচ্চিত্রসমূহ

সালচলচ্চিত্রচরিত্রপরিচালকসহ-শিলপী
২০১২বাপি বাড়ি যাবাপিসুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহমিমি চক্রবর্তী
২০১৪যদি লাভ দিলে না প্রাণেমৈনাকসুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহআবীর চট্টোপাধ্যায়
২০১৪চিরদিনই তুমি যে আমার ২ভানু সর্দারসৌমিক চ্যাটার্জিউর্মিলা মহন্ত
২০১৪বঙ্কু বাবুঅগ্নিঅনিন্দ্য বিকাশ দত্তঅরুণিমা ঘোষ
২০১৪জানলা দিয়ে বউ পালালোউপগুপ্তঅনিকেত চ্যাটার্জিঅমৃতা চট্টোপাধ্যায়
২০১৪কখন তোমার আসবে টেলিফোনজিৎঅরিন্দম দেস্নেহা
২০১৫আসছে বছর আবার হবেআর্যসুশান্ত দাসঋত্বিকা সেন
২০১৫অটো নং. ৯৬৯৬কল্লোল দাস ওরফে কেলোঅরিত্র মুখার্জিঅমৃতা চট্টোপাধ্যায়
২০১৫বাওয়ালযিশুবিশ্বরূপ বিশ্বাসঋতাভরী চক্রবর্তীসায়নী ঘোষ
২০১৬পিঙ্কঋত্বিকঅনিরুদ্ধ রায় চৌধুরীঅমিতাভ বচ্চন
২০১৭ওয়ানআইপিএস অফিসার অভিজিৎবিরসা দাশগুপ্তযশ দাশগুপ্ত
২০১৭মাছের ঝোলপলাশপ্রতিম ডি গুপ্তঋত্বিক চক্রবর্তী
২০১৭কিছু না বলা কথাঅনুভবসায়নী বসু চৌধুরীমিশমি দাস
২০১৮রংবেরঙের কড়িমিঠুনরঞ্জন ঘোষঅরুণিমা ঘোষ
২০১৮গুপ্তধনের সন্ধানেআবিরধ্রুব বন্দোপাধ্যায়আবীর চট্টোপাধ্যায়ইশা সাহা
২০১৮ক্রিসক্রসঅর্চিবিরসা দাশগুপ্তমিমি চক্রবর্তী
২০১৮ব্যোমকেশ গোত্রসত্যকাম দাস[৯][১০]অরিন্দম শীলআবীর চট্টোপাধ্যায়
২০১৯ফাইনালি ভালোবাসাবিবেকঅঞ্জন দত্তরাইমা সেন
২০১৯দুর্গেশগড়ের গুপ্তধনআবিরধ্রুব বন্দোপাধ্যায়আবীর চট্টোপাধ্যায়ইশা সাহা
২০১৯সাক্ষীসায়নী ঘোষ
২০১৯তুষাগ্নিআইপিএস অফিসার সুদীপ চক্রবর্তীরানা বন্দোপাধ্যায়অমৃতা চট্টোপাধ্যায়
২০২০আওশানসত্যবান শুক্লরজত কুমার চতুর্ভেদীকুলজিন্দর সিং সিধু
২০২০লাভ আজ কাল পরশুঅভিকপ্রতিম ডি গুপ্তমধুমিতা সরকার
২০২০সাহেবের কাটলেটরনজয় রায় চৌধুরীঅঞ্জন দত্তঅঞ্জন দত্ত
২০২১অভিযাত্রিকঅপুসুভ্রজিৎ মিত্রসব্যসাচী চক্রবর্তীদিতিপ্রিয়া রায়
২০২২এক্স=প্রেমঅর্ণবসৃজিত মুখোপাধ্যায়মধুরিমা বসাক
২০২২কর্ণসুবর্ণের গুপ্তধনআবিরধ্রুব বন্দোপাধ্যায়আবীর চট্টোপাধ্যায়ইশা সাহা
২০২২খেলা যখনসাগ্নিক চৌধুরীঅরিন্দম শীলমিমি চক্রবর্তী
২০২৩মিথ্যে প্রেমের গানআদিত্যপরমা নেওটিয়াঅনির্বাণ ভট্টাচার্যইশা সাহা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী